পবিত্র রমজান মাসে রোজা পালন করা অবস্থায় স্বামীর হাতে আক্রান্ত শিকার স্ত্রী
সামাজিক ধর্মীয় নীতি মেনে সিপাহীজলা ত্রিপুরা জেলা বাইদ্যারদিঘি ধ্বজনগর এলাকার বাসিন্দা জামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় শিল্পী আক্তারের। বিয়ের ১৮ বছরের মধ্যে একটি কন্যা সন্তান ও দুইটি পুত্র সন্তান জন্ম হবার পর গৃহবধূ শিল্পী আক্তারের উপর নেমে আসে চরম অত্যাচার ও ঘাতক স্বামী জামাল হোসেনের হাতে অনুবরত মারধোরের শিকার হয় স্ত্রী শিল্পী আক্তার। দুপুরে স্ত্রী শিল্পী আক্তারকে বেধরক মারধোর করে বাম হাত ভেঙ্গে গুড়িয়ে দেয় ঘাতক স্বামী জামাল হোসেন।পরবর্তী সময়ে আক্রান্ত স্ত্রী শিল্পী আক্তারের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ছুটে এসে আক্রান্ত গৃহবধূ শিল্পী আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় দারস্ত হয়ে স্বামী জামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আক্রান্ত স্ত্রী শিল্পী আক্তার সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে ঘাতক স্বামী জামাল হোসেনের কঠোর শাস্তির দাবি জানান। এখন দেখার বিষয় বিশালগড় মহিলা থানার পুলিশ মামলা হাতে নিয়ে স্বামী জামাল হোসেন'কে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে সিপাহীজলা ত্রিপুরা জেলা বাইদ্যারদিঘি ধ্বজনগর এলাকাবাসী ও আক্রান্ত গৃহবধূ সহ পরিবার সদস্যরা। #tripura #tripuranews
What's Your Reaction?