পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে ঠাণ্ডা সরবতের ব্যবস্থা

Apr 17, 2023 - 17:06
 0  3

তীব্র দাবদাহে গরমে নাজেহাল রাজ্যর জেলা গুলো,এমত অবস্থায় বাড়ি থেকে বের হচ্ছেন না অনেক মানুষ,আর তারই মাঝে পেটের তাগিতে কর্ম জীবীরা এই হাঁসফাঁস ভ্যাপসা গরমে কাজ করতে আসেন শহরে, যেমন রিকশা ভ্যান টোটো ও চারচাকা চালকরা ও ফুটপাতের ব্যবসায়ীরা।
তাই জাতি ধর্মবর্ণ নির্বিশেষে তিনকোনিয়া গুরু দুয়ারার সভাপতি মহেন্দ্র সিংহ সালুজার উদ্যোগে ও বর্ধমান শিখ সম্প্রদায়ের গুরুদুয়ার কমিটির সহযোগিতায় পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে ঠাণ্ডা সরবতের ব্যবস্থা গ্রহণ করেছে।
মূলত যতদিন এই গরমের প্রভাব থাকবে, ততদিন পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জলের আয়োজন থাকবে। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুখময় চক্রবর্তী, বর্ধমান গুরুদুয়ারার সভাপতি মহেন্দ্র সিং সালুজা।
কার্যত শিখ ধর্মাবলম্বীদের এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন আগত পথ চলতি মানুষজন। #youtube #purbobardhman #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow