পঞ্চায়েত ভোটাধিকারের দাবি মুর্শিদাবাদের উদ্বাস্তু কলোনির | U Bangla TV
গত ২৫ বছরের বেশি সময় ধরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের ২ নম্বর নিশিন্দ্রা কলোনি,সুভাষপল্লী, অম্বিকানগর এবং রেল কলোনি এলাকাতে প্রায় কুড়ি হাজার মানুষ উদ্বাস্তু হিসেবে বসবাস করেন।
এই উদ্বাস্তু কলোনিগুলোতে বসবাসকারী লোকেরা লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলেও পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেন না। ভারতে এসে কেন্দ্র সরকারের ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের জমিতে বাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করে।
স্থানীয় বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতাতে বেশ কিছু কলোনীতে এনটিপিসি প্রজেক্ট এলাকা থেকে পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা এবং রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে।কিন্তু এখানকার বাসিন্দারা কোনও পঞ্চায়েত বা পুরসভার বাসিন্দা না হওয়াতে সরকারি আবাস যোজনা থেকে শুরু করে পঞ্চায়েতের অন্য কোনও সুবিধা পান না।।
পঞ্চায়েত নির্বাচনে নেই তাদের ভোটাধিকার।
এলাকার বাসিন্দারা জানান বহু বছর আগে পঞ্চায়েত ভোট হতো এলাকায় একটি রাজনৈতিক গন্ডগোলের পর বামফ্রন্টের আমলে এই উদ্বাস্তু কলোনিগুলোকে পঞ্চায়েত থেকে বাদ দিয়ে দেওয়া হয়।
What's Your Reaction?