পঞ্চায়েত প্রধানের অবহেলায় সরকারি ভাতা থেকে বঞ্চিত ৯০ বছরের বৃদ্ধা
পঞ্চায়েত প্রধান চন্দন সরকারের অবহেলায় কিংবা খামখেয়ালিপনায় ভাতা থেকে বঞ্চিত হয়েছেন ৯০ বছরের বৃদ্ধা ক্ষীরদা সরকার l বারবার বৃদ্ধা পঞ্চায়েত প্রধান চন্দন সরকারের কাছে যাওয়ার পরেও কিংবা কাগজপত্র জমা দেওয়ার পরেও বৃদ্ধাকে সরকারি ভাতার সুযোগ করে দেয়নি বলে অভিযোগl শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান সরকারি ভাতার ব্যাপারে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভারাক্রান্ত হৃদয়ে বিছানায় শয্যাশায়ী ৯০ বছরের বৃদ্ধা সিপাহীজলা ত্রিপুরা জেলা কমলাসাগর চৌধুরী টিলা এলাকার স্বামী হারা ক্ষীরদা সরকার কান্নায় ভেঙ্গে পড়ে নিজের মনোভাব প্রকাশ করলেন সাংবাদিকদের সামনেl বর্তমানে যেই ঘরটির মধ্যে বৃদ্ধা রয়েছেন সেই ঘরটির অবস্থা ও বেহালl সামান্য বৃষ্টি হলে ঘর দিয়ে জল পড়ে, সরকার থেকে কোন ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়নিl তার পাশাপাশি রেশন কার্ডটিও বিপিএল ভুক্ত করে দেওয়া হয়নি। তাই বৃদ্ধা সিপাহীজলা ত্রিপুরা জেলা বিশালগড় আর.ডি. ব্লকের দৃষ্টি আকর্ষণ করেছেন, অন্তত যতদিন তিনি বেঁচে থাকবেন তার বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিলে তিনি দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারবেনl এখন দেখার বিষয় প্রশাসন ৯০ বছরের বৃদ্ধা ক্ষীরদা সরকারের ভাতা দেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করে কিংবা স্থানীয় বিধায়ক সে ব্যাপারে নজর দেয় কিনা। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?