নিজের একটি পা হারিয়েও জীবনযুদ্ধে সফল এক মৎসজীবি | U Bangla TV
এ যেন সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার কাহিনী। মৎস্য দফতরের বঙ্গমৎস্যযোজনার সুবিধা নিয়ে আজ প্রতিষ্ঠিত সমীর হালদার। ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন একটি পা। তবু জীবন যুদ্ধে তিনি থেমে থাকেননি। মৎস্য পরিবারের সন্তান সমীর হালদার কাঁথি তিন নম্বর ব্লকের বনমালী চট্টার জাহালাউদা গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে মৎস্য ব্যবসায় তার এগিয়ে আসা। নিজের একটি পা হারালেও জীবন সংগ্রামে পিছিয়ে পড়েননি, জীবনে চলার পথের পুনরায় উঠে দাঁড়িয়েছেন বঙ্গমৎস্যযোজনার হাত ধরে। সরকারি সুবিধায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মৎস্য দফতরের সহায়তায় ও কাঁথি মীনভবনের সহযোগিতায় সে আজ আলোর দিশা দেখেছে। আগে সমীর হালদার সাইকেলে করেই এক দুটি গ্রামে 30 কেজি মাছ বিক্রি করতেন এখন বঙ্গমৎস্যযোজনার সহায়তায় তিন চাকার এক যান নিয়ে সে প্রায় পাঁচ থেকে ছয় জায়গায় মাছ বিক্রি করতে পারে। রোজগারও বেড়েছে অনেকটা। আগে প্রতিদিন 1800 টাকার মাছ বিক্রি করতেন, এখন মাছ বিক্রি করেন 9000 টাকার। এই স্কীম পেয়ে সে স্বভাবতই খুশি। তিনি ধন্যবাদ জানিয়েছেন মৎস্য দপ্তরকে।
What's Your Reaction?