Bardhoman : ধর্মের বেড়াজাল পেরিয়ে এক অন্যরকম ভাতৃত্বের দৃষ্টান্ত।
ইসলাম ধর্মাবলম্বী ভাইয়ের মৃত্যুতে শোকাহত হিন্দু ধর্মাবলম্বীরা। পূর্ব বর্ধমান জেলার রায়না অন্তর্গত বামুনিয়া গ্রামে এমনই এক ভাতৃত্বের খবর মিলল। জানা গিয়েছে যে শেখ মান্নান নামক এক ব্যক্তি পরলোক গমন করেন, আর তার মৃত্যুতেই শোকাহত সারা গ্রামের বাসিন্দারা। মৃত্যুকালে শেখ মান্নান নামক ওই ব্যক্তির বয়স হয়েছিল ৭৩ বছর। গ্রামবাসীরা জানাচ্ছেন শেখ মান্নান নামক ওই ব্যক্তি হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্য স্থাপন করতে সক্ষম হয়েছিলেন। এযাবৎকালে হিন্দু-মুসলিমের মধ্যে ঐক্য স্থাপনের এমন দৃষ্টান্ত সত্যিই অবিস্মরণীয়। যেকোনো ঝামেলা হলেই তিনি সবসময় ছুটে যেতেন তা মিটমাট করবার জন্য। নিজের জীবন বিপন্ন করেও শেখ মান্নান অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েছেন। হিন্দু সমাজের মানুষদের বাড়িতে যেকোনো অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকতেন তিনি। তাকে ভালোবাসতেন সারা গ্রামের মানুষজন। ধর্মের বেড়াজাল আটকে রাখতে পারেনি শেখ মান্নান সাহেবকে। আজ এমনই একজন মানুষের মৃত্যুতে শোকাহত বামুনিয়া গ্রামের বাসিন্দারা এমনটাই জানালেন ভোলানাথ হালদার নামক এক স্থানীয় বাসিন্দা। #youtube #bardhaman #bardhman_news #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?