Bongaon : দেশ সেবার স্বপ্ন সফল হলো বনগাঁর বিশ্বনাথের, ইসরোতে যোগ দিতে চলেছে সে |

Apr 9, 2023 - 18:06
 0  4

কোনো প্রতিবন্ধকতাই স্বপ্ন পূরণের পথে বাঁধা হতে পারে না, তা প্রমান করলেন বিশ্বনাথ দাস। যিনি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর সহকারী কারিগরি প্রকৌশলী হিসাবে নিযুক্ত হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। বিশ্বনাথের সাফল্যে খুশি সমগ্র বনগাঁ বাসি। ভারতের দরবারে বাংলার মুখ উজ্জ্বল করলো বনগাঁর বিশ্বনাথ।

বিশ্বনাথ যিনি উত্তর ২৪ পরগনার বনগাঁর দীনবন্ধু নগরের বাসিন্দা, বেঙ্গালুরু এর ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার ISRO-এর জন্য নির্বাচিত হয়েছেন। বিশ্বনাথ দাস কঠোর পরিশ্রম, ইশ্বরের প্রতি ভক্তি, নিজের উপর অগাধ বিশ্বাস, অদম্য জেদ, এবং হার না মানা মনোভাবের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।

তার বাবা বিবেক দাসের সীমিত আর্থিক উপার্জন এবং অপর্যাপ্ত সম্পদ বিশ্বনাথকে তার শিক্ষা চালিয়ে যেতে বাধা দেয়নি। তিনি বিটেক করার পর ২০১৪ সাল থেকেই বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করেন। বিশ্বনাথ দাস জানিয়েছেন...
" যখনি জাতীয় পতাকা দেখতাম তখনি গায়ে কাঁটা দিয়ে উঠতো, আর দেশের জন্য কিছু করতে হবে এই জেদ চেপে বসতো। সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষেত্রে শারীরিক মাপজোখে খামতি থাকায় ইসরো তে যোগ দেওয়ার জন্য পরীক্ষায় বসা শুরু করি। তারপর তৃতীয় বারের প্রচেষ্টায় সফলতা এলো।"


বিশ্বনাথ দাস বনগাঁর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বলেন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে বেশিরভাগ তরুণ তরুণী মোবাইল এ বেশি সময় অপচয় করছে, ই পড়াশোনায় বেশি পরিমাণে ঝুঁকছে। কিন্তু বই পড়ার কোনো বিকল্প নেই, কঠোর পরিশ্রম করতে হবে। আপনি আপনার জীবনে যে লক্ষ্য নির্ধারণ করেছেন তা অর্জনের জন্য সমস্ত প্রচেষ্টা করুন। আপনার পথে আসা সমস্ত ব্যর্থতাকে দূরে রেখে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।

বিশ্বনাথ দাস আগামী দিনে ইসরোতে যোগদান করে তার কাজের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চান। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে পেরে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তাই স্বপ্ন দেখা তরুণ প্রজন্মের জন্য তিনি বলেছেন, সব সময় নিজের লক্ষ্য অবিচল থেকে ঈশ্বরের ওপর বিশ্বাস ও ভক্তি রেখে কঠোর অধ্যবসায় করে যাওয়া নিজের উপর বিশ্বাস এবং কঠোর অধ্যবসায় করলে সাফল্য ধরা দেবেই। #youtube #bongaon #isro #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow