দুয়ারে সরকার শিবিরে মিলছে নয়া উপহার
আজ, শনিবার থেকে শুরু হয়েছে দুয়ারে সরকারের ষষ্ঠ পর্যায় শিবির। পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে যাতে সমস্যার মুখে পড়তে না হয় তার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। নাগরিক পরিষেবা নিশ্চিত করতে এবার জেলার প্রত্যেকটি ক্যাম্পে ‘কমপ্লেন বক্স’ বসানো হচ্ছে। যেখানে মানুষ সরাসরি যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি প্রত্যন্ত এলাকার জন্য চালু থাকবে মোবাইল ক্যাম্প। আর নয়া উপহার হিসাবে বাংলার মানুষজন পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৮ই এপ্রিল শনিবার ষষ্ঠ পর্যায় দুয়ারে সরকার অনুষ্ঠিত হলো বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লক ও অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অম্বিকানগর রাজবাড়ী প্রাঙ্গণে। ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকারে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, মহিলাদের লক্ষীর ভান্ডার , জয় জোহার, মানবিক ভাতা, বিধবা ভাতা, তপশিলি বন্ধু, জমি সংক্রান্ত নির্দেশন, ইলেকট্রিক সংক্রান্ত বিষয় সহ আরো বেশ কয়েকটি প্রকল্প তবে এবার নতুন একটি প্রকল্প এসেছে দুয়ারে সরকারে ভবিষ্যৎ নিধি প্রকল্প। বেকার যুবক-যুবতী যাদের ৪৫ বছরের নিচে বয়স সরকারি গ্যারান্টি দিয়ে পাঁচ লক্ষ টাকা লোন দেওয়া হচ্ছে। এবং ২৫ হাজার টাকা পর্যন্ত সাবসিডি আছে। আজকের এই দুয়ারে সরকারের ক্যাম্পে উপস্থিত ছিলেন অম্বিকানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদিপ বাউরী এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তাদের সমস্ত সমস্যার সমাধানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা | #youtube #tmc #duaresarkar #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?