মোদির ‘পরীক্ষা পে চর্চার’ খরচ কয়েক কোটি!

নিট-নেট কেলেঙ্কারির মধ্যেই প্রকাশ্যে তথ্য

Jun 22, 2024 - 17:49
Jun 22, 2024 - 18:13
 0  4
মোদির ‘পরীক্ষা পে চর্চার’ খরচ কয়েক কোটি!
প্রতি বছর পরীক্ষা পে চর্চার খরচ বেড়েই চলেছে

 NEET এবং ইউজিসি নেট (UGC NET) পরীক্ষায় ব্যাপক কেলেঙ্কারির অভিযোগে সরকার যখন বিদ্ধ ঠিক তখনই প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। প্রতিবছর ঘটা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ‘পরীক্ষা পে চর্চা’ করেন, তাঁর খরচ বাবদ সরকারি কোষাগার থেকে খরচ হয় কোটি কোটি টাকা। শুধু তাই নয়, প্রতিবছরই এই মেগা আয়োজনের খরচ বাড়ছে।

কানহাইয়া কুমারের (Kanhaiya Kumar) করা একটি আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, ২০২৩ সালে প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে সরকারি কোষাগার থেকে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ৪ লক্ষ টাকা! প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা শুরু করেন ২০১৮ সালে। গত ৬ বছরে এই অনুষ্ঠানের খরচ বেড়েছে ১৭৫ শতাংশ। ২০২৪ সালের হিসাবেও চাওয়া হয়েছিল আরটিআইয়ে। যদিও শিক্ষা মন্ত্রক সেই হিসাব এখনও জানাতে পারেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow