দু'বছর আগে 'উড়ন্ত শিখ' এর দৌড় থেমেছিল আজকের দিনে|
দু'বছর আগে 'উড়ন্ত শিখ' এর দৌড় থেমেছিল আজকের দিনে|
উড়ন্ত শিখ, হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে ক্রীড়া জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র মিলখা সিংকে নিয়ে। আজ থেকে দুই বছর আগে, ২০২১ সালে আজকের দিনে অর্থাৎ ১৮ ই জুনেই থেমে গিয়েছিল তাঁর দৌড়। করোনা তাঁর শারীরিক প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিলে শারীরিক অবনতি থেকে থেমে যেতে হয়েছিল তাঁকে। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে ইউ বাংলা টিভির পক্ষ থেকে রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তবে এই মানুষটিকে নিয়ে একবার কথা বলা শুরু হলে হয়তো শেষ করাই যাবে না। ভারতের ক্রীড়া জগতের ইতিহাসে সবথেকে সফলতম খেলোয়াড় তিনি। যার প্রশংসায় মুগ্ধ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু থেকে আজকের দিনের সকলেই। একের পর এক দূর প্রতিযোগিতা থেকে তাঁর নাম হয়ে দাঁড়ায় 'উড়ন্ত শিখ'। ৪ বার এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন, ১৯৫৮ এবং ১৯৬২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয় তাঁকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছিল। ১৯৫৬ ১৯৬০ এবং ১৯৬৪ সালের সামার অলিম্পিকে ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। ১৯৬০ সালে সামার অলিম্পিকে চতুর্থ হয়েও ফিরে আসতে হয়েছিল তাঁকে। আর তাইতো সেই দুঃখ তাঁর মধ্যে রয়ে গিয়েছিল আমৃত্যু। তিনি এমন একজন যিনি বিশ্বের দরবারে খেলার জগতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার পাশাপাশি ভারতের সেনাবাহিনীতে থেকেও ভারতকে সেবা করে গেছেন। আর সেই কারণেই সম্মানের সাথে। পদ্মশ্রী ভূষণে ভারত সরকার তাঁকে ভূষিত করেছিলেন। এই মানুষটির জীবন কাহিনী নিয়ে বলিউডে ভাগ মিলখা ভাগ বলে একটি সিনেমা তৈরি করা হয়েছিল। যা যুবসমাজের কাছে প্রেরণা হয়ে থেকে গিয়েছে। #story #barthday #milkhasingh @ubanglatvofficial
What's Your Reaction?