Assam : দুই মহিলা সংবাদপত্র বিক্রেতার লড়াই
আজ দুই মহিলা সংবাদপত্র বিক্রেতার গল্প শুনাবো যারা এই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগেও খবরের কাগজের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দীর্ঘদিন ধরে।
সংবাদপত্র হল জীবনযাত্রার এক অপরিহার্য অঙ্গ। সংবাদপত্রের মাধ্যমে খবর প্রচারের পাশাপাশি সেই সংবাদপত্রের সার্কুলেশনেও সাহায্যের প্রয়োজন পড়ে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সংবাদপত্রের প্রচলন কমে গেলেও অনেকেই তাদের দিন শুরু করেন খবরের কাগজ হাতে নিয়ে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগেও এই খবরের কাগজের সার্কুলেশনে অনেক কর্মী যুক্ত রয়েছেন যারা বরাক উপত্যকার প্রানকেন্দ্র শিলচর শহরে এই খবরের খাগজ বিক্রি করে তাদের জিবিকা নির্বাহ করছেন। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে তারা কোন সহায়তা পাচ্ছেন না। তারা গত ১যোগ থেকে এইখবরের খাগজ বিক্রি করে আসছেন। #youtube #youtubevideo #assam #assamesenews @ubanglatvofficial
What's Your Reaction?