দীঘাতে চলছে পুলিশের সতর্কতামূলক মাইকিং

Apr 14, 2023 - 15:23
 0  2

গরমের দাবদাহে কোন পর্যটক সমুদ্র বিচ বা আশপাশে ঘোরাফেরা করছেন না শুনশান দীঘার সমুদ্রতট। প্রশাসনের তরফে মাইকিং করে বলা হচ্ছে যাতে অসুস্থ হয়ে না পারেন তারই জন্য সতর্কতা। দিঘাতে বেশ কিছু পর্যটক থাকলেও দীঘার সি বিচ বা সমুদ্র মুখো হচ্ছেন না তারা। অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমে সমুদ্র স্নানেও নামছেন না তারা। নোনা হাওয়ায় আরো অস্বস্তিকর গরম সমুদ্র উপকূলবর্তী এলাকায়। হোটেলের সময় কাটাচ্ছেন পর্যটকগণ,অত্যধিক গরমের কারণে। আজ দীঘা হলদিয়া উপকূল এলাকায় প্রায় ৩৯ ডিগ্রির কাছাকাছি গরম ঘোরাফেরা করছে। জা স্থানীয় প্রশাসনের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী পাওয়া খবর। আজ দীঘা মন্দারমনি তাজপুর মিলিয়ে প্রায় পঞ্চাশ হাজার পর্যটক রয়েছে অনেকেই আজ ফিরে যাবেন বলে জানা গেছে। #youtube #weather #digha #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow