দার্জিলিং : সংঘর্ষ আটকে পথ নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণ |
বন্যপ্রাণ ও মানুষের সংঘর্ষ আটকে পথ নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণে জোর দিয়ে সচেতনতা। জাতীয় সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষদের সচেতনতায় এবার এগিয়ে এল বাগডোগরা বনবিভাগ বাগডোগরা ট্রাফিক পুলিশ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার নকশালবাড়ির অটল থেকে বাগডোগরা পর্যন্ত রাস্তায় বন্যপ্রাণ ও মানুষের সংঘর্ষ এড়াতে গাড়ির গতি ৪০ কিলোমিটার ধার্য করা হয়। এদিন বাগডোগরা বনবিভাগ ও ট্রাফিক পুলিশ ও স্বেচ্ছাসবী সংগঠনের সদস্যরা জাতীয় সড়কে চলাচলকারীদের সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করার আবেদন জানান।
What's Your Reaction?