চল্লিশে পা জুনিয়র এনটিআরের |
আজ ২০মে , অভিনেতা জুনিয়র এনটিআরের জন্মদিন। আজ অভিনেতা পা দিলেন চল্লিশে, অভিনেতার জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রভাবশালী পরিবারে বড় হলেও তিনি নিজের অভিনয়ের গুনে সিনেমার জগতে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন। তিনি অন্ধ্রপ্রদেশের নন্দমুরী পরিবারের ছেলে। তেলুগু অভিনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নন্দমুরী তারকা রামা রাওয়ের নাতি তিনি। তার সিনেমায় আত্মপ্রকাশ ও হয় তার দাদুর হাত ধরে। এন টি আর জুনিয়ার এর প্রথম ছবি ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ব্রহ্মাশ্রী বিশ্বামিত্র'। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'বাদশাহ্' জাপানের চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়, সেই দেশের ভাষায় ডাবিং হওয়ার পর থেকেই তিনি জনপ্রিয়তা শীর্ষে পৌঁছেছিলেন। তবে আর আর আর ছবিটি তাকে অকাশ ছোঁয়া সাফল্য এনে দেয় তবে তিনি এস এস রাজামৌলির সঙ্গে 'আর আর আর'-এর আগেও ছবি করেছেন তিনি। পরিচালকের প্রথম দুই ছবি 'স্টুডেন্ট নং ১'ও 'সিমহাদ্রি' তে নায়ক হিসেবে জুনিয়র এনটিআরকে কাস্ট করেছিলেন। তবে তিনি অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও অত্যন্ত সুদক্ষ । জুনিয়র এনটিআর দুর্দান্ত অভিনেতার পাশাপাশি একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্যশিল্পীও। সিনেমাতেও তাঁর নাচ প্রশংসিত হয়েছে বারবার।
What's Your Reaction?