দক্ষিণ ২৪ পরগনা : গ্রীষ্মের তাপপ্রবাহে পুড়ছে বাংলা |
গ্রীষ্মের তাপপ্রবাহে পুড়ছে বাংলা। দীর্ঘদিন বৃষ্টিরও দেখা নেই। যার ফলে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকের বিছিন্ন দ্বীপে শুরু হয়েছে প্রবল জলকষ্ট। প্রকৃতির নিয়মে চারদিকে অফুরন্ত জল থাকলেও দ্বীপাঞ্চলে ভূর্গভস্থ জলস্তর নেই বললেই চলে। তাই বৃষ্টির জল সংরক্ষনের পর পরিশোধিত করে সেই জল পাইপলাইনের মাধ্যমে পৌঁছে যায় এলাকায়। পাশাপাশি গোসবা বাজার সংলগ্ন যে লম্বা জলাশয় রয়েছে সেখান থেকে জল তুলে পরিশোধিত করে জনসাস্থ্য কারিগরি দপ্তর সেই জল পাইপলাইনের মাধ্যমে গোসবা পঞ্চায়েত এলাকায় রিজার্ভার এর মাধ্যমে পাড়ায় পাড়ায় জল দেওয়া হচ্ছে।
What's Your Reaction?