Tripura : ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা
শনিবার ১৪৩০ বাংলা নববর্ষের প্রথম দিন। গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত মাতা সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। সেখানে পুজো দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে ছিলেন তাঁর সহধর্মিনী। মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিতে আসার পর ওনাকে স্বাগত জানান ত্রিপুরার অর্থদপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী ত্রিপুরা জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল, পুলিশ সুপার অজিত প্রতাপ সিং সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ওনার সহধর্মিনী প্রথমে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে পরবর্তী সময়ে মায়ের মন্দিরে থাকা শিববাড়িতে ও পুজো দিলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সকল মানুষ যাতে সুখ, মঙ্গল ও শান্তিতে থাকে এবং "এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা" যাতে গড়া যায় সেই প্রার্থনা তিনি মাতা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে করলেন। ১৪৩০ বাংলা নববর্ষ উপলক্ষে সকল রাজ্যবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং তাঁর সহধর্মিনী'র গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির সফরকে কেন্দ্র করে পুলিশী ব্যবস্থা ছিল আঁটোসাটু। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?