ত্রিপুরা : মারুতি গাড়ী থেকে লক্ষাধিক টাকার চন্দন কাঠ উদ্ধার! আটক চালক সহ পাঁচজন

May 19, 2023 - 18:43
 0  2

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা খোয়াই  থানার ওসি রাজ কুমার জমাতিয়ার কাছে খবর আসে খোয়াই- মোহনপুর দিয়ে কিছু অবৈধ সামগ্রী পাচার হতে পারে। সেই মোতাবেক  সকাল থেকে খোয়াই থানার পুলিশ চেরমা এলাকায় যানবাহন চেকিং এ বসে। চেকিং চলাকালীন দীর্ঘ প্রতীক্ষার পর সন্দেহমূলক বহিঃরাজ্যের AS 31B3426 নাম্বারের একটি লাল রঙের মারুতি গাড়ীকে আটক করে পুলিশ ওই গাড়িতে অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে ৯ কেজি চন্দন কাঠ উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে বলে সূত্রের খবর। অন্যদিকে গাড়ীর চালক সহ মোট পাঁচজন অভিযুক্তকে গাড়ী সহ আটক করে থানায় নিয়ে আসে খোয়াই থানার পুলিশ।আটককৃত অভিযুক্তরা হল আক্তার হোসেন, আব্দুল মালেক, ।দিলওয়ার হোসেন, বশির উদ্দিন, মিরাজুর রহমান।তাদের প্রত্যেকের বাড়ী পার্শ্ববতী রাজ্য অসমের হুজাই জেলায়। যেহেতু এই মামলাটি সম্পূর্ন বনদপ্তরের অধীন সেহেতু আটক গাড়ী এবং উদ্ধারকৃত চন্দন কাঠ সহ পাঁচ অভিযুক্তদের খোয়াই বনবিভাগে হস্তান্তর করে দেয় খোয়াই থানার পুলিশ । খোয়াই বন বিভাগের কর্মীরা চন্দন কাঠ এবং আটক গাড়ী সহ পাঁচ অভিযুক্তদের খোয়াই থানা থেকে খোয়াই বন বিভাগে নিয়ে এবং তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে আজ তাদের খোয়াই জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবেন বলে জানা যায় |

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow