ত্রিপুরা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী সংখ্যালঘু মানুষদের জন্য কর্মসূচি হাতে নিয়েছেন |
২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে এবং নির্বাচনের পর ত্রিপুরার আটটি জেলার সঙ্গে গোমতী ত্রিপুরা জেলা উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ও তীব্র রক্ত সংকট দেখা দেয়। সারা ত্রিপুরায় রক্ত সংকট মোকাবেলার জন্য ত্রিপুরার সমস্ত অংশের মানুষের কাছে, বিভিন্ন সামাজিক সংস্থা,বিভিন্ন রাজনৈতিক দল গুলোকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার এই আহ্বানকে সাড়া দিয়ে শনিবার উদয়পুর রাজষী কলাক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার উদ্দ্যেগে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির।প্রদীপ জ্বালিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ত্রিপুরার সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জসিম উদ্দিন সহ অন্যান্যরা ।
What's Your Reaction?