ত্রিপুরা : আগরতলা পুলিশ আধিকারিকের সাথে দুর্ব্যবহার করলেন এক মধ্যপান করা যুবক |
ছোট্ট পাহাড়ি ত্রিপুরার রাজধানী আগরতলা শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও যারা রাতে মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। শনিবার রাতে আগরতলা শহরের বেশ কিছু জায়গায় ত্রিপুরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান করা হয়। যেসব যুবকরা রাতে মদ্যপান করে গাড়ি চালাবে তাদেরকে ১০ হাজার টাকা চালান এবং গাড়ির লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে। রাতে ত্রিপুরা পুলিশ প্রশাসনের এই অভিযান চলাকালীন সময় এক মদ্যপান করা যুবক পুলিশ আধিকারিক আশীষ দাশগুপ্তের সাথে দুর্ব্যবহারে লিপ্ত হয়ে হয়ে পড়ে বলে অভিযোগ। পরবর্তী সময়ে পুলিশ সেই মদ্যপান করা যুবককে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ত্রিপুরা পুলিশ প্রশাসনের এই অভিযানে ৫ থেকে ৬ জনকে মদ্যপান করে গাড়ি চালানোর অপরাধে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। ত্রিপুরা পুলিশ প্রশাসনের এই অভিযান আগামী দিনেও একইভাবে জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডাক্তার কিরণ কুমার কে।
What's Your Reaction?