ত্রিপুরা : নারীদের উদ্দেশ্যে ত্রিপুরার সমাজকল্যাণ দফতরের মন্ত্রীর বার্তা |

May 12, 2023 - 16:08
 0  0

শুক্রবার আগরতলা উমাকান্ত একাডেমী ময়দানে "নেশা মুক্ত ভারত অভিযান",  "ত্রিপুরা বেটি বাঁচাও, বেটি পড়াও অভিযান" - এর উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং ত্রিপুরা সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এক মিনি ম্যারাথন র‌্যালি ও মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরার সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ২০১৫ সালের ২২শে জানুয়ারি হরিয়ানাতে "বেটি বাঁচাও বেটি পড়াও" এর সূচনা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা একটা অ্যাওয়ারন্যাস ক্যাম্পিংই। বেটিদেরকে ক্ষমতায়ন করা, তাদেরকে সুরক্ষিত রাখা আমাদের সকলের কর্তব্য।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow