ত্রিপুরার মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন ত্রিপুরার কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা

Apr 5, 2023 - 16:47
Apr 5, 2023 - 18:48
 0  7

পিছিয়ে পরা এলাকা তথা খোয়াই ত্রিপুরা জেলা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র বিশেষ করে মুঙ্গিয়াকামি আর.ডি.ব্লকের অধীন বিভিন্ন এলাকাগুলোর উন্নয়ন কিভাবে করা যায় সেই উদ্যেশ্যে সক্রিয় ভূমিকায় রয়েছেন ত্রিপুরার জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। নিজের কর্মব্যস্ততার মধ্যেও মুঙ্গিয়াকামী আর.ডি.ব্লকের অধীন প্রত্যন্ত জনজাতি এলাকাগুলোর মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধাগুলি দ্রুততার সহিত পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মুঙ্গিয়াকামি আর.ডি.ব্লকের ব্লকের অধীন দুর্গম এলাকা হিসাবে পরিচিত কাকরাছড়া, নুনাছড়া এলাকায় বসবাসরত জনজাতি অংশের মানুষরা এখনো উন্নয়নের ছোঁয়া থেকে দূরে রয়েছে। বিশেষ করে জল, সরকারি ঘর, বিদ্যুৎ এধরণের বিভিন্ন সুযোগ থেকে দীর্ঘবছর ধরে বঞ্চিত হয়ে রয়েছে জনজাতি অংশের মানুষরা। সেই সব জনজাতি এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সেই উদ্যেশ্যেই আজ বিভিন্ন দপ্তরের আধিকারিক, তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ এক বিশাল টিম নিয়ে কাকরাছড়া, নোনাছড়া জনজাতি এলাকাগুলি পরিদর্শনে যান ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এলাকার জনজাতি অংশের মানুষের সাথে তিনি কথা বলে প্রশাসনের আধীকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কিভাবে অতিদ্রুত সেইসব এলাকার জনজাতি অংশের মানুষদের কাছে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পৌঁছানোর ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও এদিন মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নির্মিয়মান ছাত্রাবাসের কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিকগন। পরে আঠারোমুড়া এলাকায় জাতীয় সড়কে কাজের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করে দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করার নির্দেশ দেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। #youtube #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow