siliguri : তীব্র দাহদাহের হাত থেকে বন্যপ্রাণীেদর রক্ষা করতে বিশেষ ব্যবস্থা
শিলিগুড়ি: গোটা রাজ্যে তীব্র দাবদাহে হাসফাস করছে জনজীবন। গরমে অতিষ্ঠ বন্যপ্রাণীরাও। তবে এই তীব্র দাবদাহের হাত থেকে বন্য প্রাণীদের সুবিধার্থে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে যাতে ভাল্লুক সহ রয়েল বেঙ্গল টাইগারদের কোনো অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে দেওয়া হচ্ছে বরফের চাই। সেই বরফের চাই নিয়ে খেলায় মসগুল হয়ে পড়ে বেঙ্গল সাফারির ভাল্লুক ও রয়েল বেঙ্গল টাইগাররা। এছাড়াও আরও নানা ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। খাবার দাবারের দিকেও রয়েছে বিশেষ নজর। পাশাপাশি ২৪ ঘন্টা ডিউটিতে রয়েছেন চিকিৎসক। বন্যপ্রাণীদের খাদ্য তালিকায় পরিবর্তন করা হয়েছে বিকেল পাঁচটার জায়গায় দেওয়া হচ্ছে, সন্ধ্যা ছটায় খাবার। বেশি করে জলের যোগান দেওয়া হচ্ছে। জল যাতে গরম না হয়ে ওঠে সে কারনেই ঘন ঘন জল পাল্টে দোওয়া হচ্ছে।জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে ওআরএস। স্নানের জল ঠান্ডা রাখতে বরফের টুকরো। নতুন করে দশটি এয়ার কুলার রাখা হয়েছে বাঘের খাঁচার সামনে। একথা জানান বেঙ্গল সাফারির ডিরেক্টর কমল কুমার সরকার। #youtube #siliguri #siligurinews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?