Tripura : তীব্র দাবদাহে ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকার মানুষ জলের জন্য হাহাকার করছে
খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে পানীয় জলের সমস্যা দিনের পর দিন ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছে। শুধুমাত্র ত্রিপুরার পাহাড়ি জনপদগুলোর মধ্যেই পানীয় জলের সমস্যার জন্য হাহাকার তৈরি হয়েছে এমনটা নয়, তীব্র দাবদাহ গরমের এই সময়ের মধ্যে তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেশ কিছু সমতল জনপদেও মানুষ জলের সমস্যায় ভুগছেন। এরকমই একটি জনপদ হচ্ছে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বালুছড়া সহ বিস্তীর্ণ এলাকা। অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বালুছড়া সহ বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। কোথাও বা জল সরবরাহ বন্ধ আছে। আবার কোথাও জল সরবরাহ থাকলেও অনিয়মিত। ফলে জলের জন্য হাহাকার লেগেই আছে । অভিযোগ, স্থানীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের এই সমস্যা নিয়ে বহুবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। পানীয় জল ইস্যুতে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বালুছড়া এলাকাসহ বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ বেজায় ক্ষুব্ধ। সংশ্লিষ্ট এলাকাটি ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা কেন্দ্র এলাকা। এলাকার সাধারণ মানুষরা প্রকাশ্যে দাবি করছেন, প্রশাসনিক গাফিলতির কারণে দিনের পর দিন তাদের জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?