তিস্তা বুড়ির পুজো অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে | U Bangla TV
নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে তিস্তা বুড়ির পুজো অনুষ্ঠিত হল জলপাইগুড়িতে।
উল্লেখ্য সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় এদিন জলপাইগুড়ির গন্ডার মোড় এলাকার করলানদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা সাড়ম্বরের সঙ্গে তিস্তা বুড়ি পুজার আয়োজন করেন। এই পুজাকে কেন্দ্র করে করলা নদীর ঘাটে বিস্তীর্ণ এলাকার মানুষজনেরা ভিড় করেন । কলা গাছ দিয়ে সুসজ্জিত ছোট ভেলা তৈরী করে তিস্তা বুড়ির পুজো করা হয়। ভক্তরা নিয়ম
নিষ্ঠার সঙ্গে পুজোয় অংশগ্রহণ করেন এবং পুজা শেষে করলা নদীতে কলা গাছের তৈরী ভেলা ভাসিয়ে দেওয়া হয়। পাশাপাশি এই পুজো ঘিরে মহিলারা সিদুর খেলায় মেতে উঠেন। পুজা শেষে মধ্যে প্রসাদ বিলিও করা হয় । প্রতিবছর বৈশাখ মাসে এই পুজা করা হয়।
What's Your Reaction?