ট্রেনের কামনায় রবীন্দ্রজয়ন্তী পালন নিত্যযাত্রী মহিলাদের |
বুধবার সকাল যেটা ৮:৫৫ -র সময় হাবড়া লোকালে ধরা পড়লো বিরল ছবি। ট্রেন স্টেশনে ঢুকতেই মহিলাদের তৎপরতা চোখে পড়ল। ট্রেনের সামনে টাঙানো হল কবিগুরুর ছবি দেওয়া বড় একটি ব্যানার । কবিগুরুকে শ্রদ্ধার পাশাপাশি উদ্যোক্তাদের নিজস্ব কিছু কথাও লেখা রয়েছে। গত পাঁচ বছর ধরে এভাবেই কবিগুরুর জন্মজয়ন্তী পালন করে আসছেন ৮:৫৫-র হাবড়া লোকালের বেশকিছু মহিলা। এবছর তাদের উদ্যোগ ৫বছরে পড়ল। প্রথম যে বছর এই উদ্যোগ নেওয়া হয়েছিল তখন এই ট্রেনটির দায়িত্বে থাকা গার্ড ধীরেন্দ্রনাথ মন্ডল কবিগুরুর প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন। এরপর থেকে নির্দিষ্ট ওই ট্রেনটিতে অনুষ্ঠানের দিন ইচ্ছে করেই ডিউটি নিয়ে রবীন্দ্রজয়ন্তীতে সামিল হন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি অবসর গ্রহণ করলেও ট্রেনের এক টুকরো স্মৃতি যেন তিনি ভুলতে পারছেন না ,তাই বুধবার তিনি অনুষ্ঠানে ফের শামিল হলেন এবং এদিনও কবিগুরুর প্রতিকৃতিতে তার হাতের মালা পড়িয়েই রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু করা হলো। ট্রেনের মধ্যেই কবিগুরুর সংগীত, আবৃত্তি, নাচ, গান চলতেই থাকলো । মহিলাদের তরফে সাধারণ যাত্রীদের মিষ্টিমুখেরও ব্যবস্থা করা হয়।
What's Your Reaction?