টলিপাড়ায় এবার অর্জুন-সৃজার বিচ্ছেদের জল্পনা : U Bangla TV

টলিপাড়ায় এবার অর্জুন-সৃজার বিচ্ছেদের জল্পনা : U Bangla TV

Jul 21, 2024 - 16:38
 0  4

টলিপাড়ায় ফের বিচ্ছেদের জল্পনা। সম্প্রতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছে। সেনগুপ্ত পদবী ও যিশুর সঙ্গে সমস্ত ছবি সমাজমাধ্যম থেকে সরিয়ে দিয়েছেন নীলাঞ্জনা। এই জল্পনার মাঝেই শোনা যাচ্ছে, টলিপাড়ার আর এক ‘পাওয়ার কাপল’-এর মধ্যে বেড়েছে দূরত্ব। বিবাহবিচ্ছেদ অবধি জল না গড়ালেও, সম্পর্কে নাকি ফাটল ধরেছে তাঁদের।এমনিতেই যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এবার অর্জুন-সৃজার তিক্ততার রটনায় শোরগোল।NABC থেকে ফেরার পরই অর্জুন-সৃজার সম্পর্কে তিক্ততা। বর্তমানে টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে তাঁর মন দেওয়ানেওয়া পর্ব চলছে বলে খবর। এ দিকে সেই অভিনেত্রীও নাকি সম্প্রতি তাঁর শাড়ি ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। আচমকা।এমনকী, সৃজার ইনস্টাগ্রাম প্রোফাইলে সাম্প্রতিক অতীতে অর্জুনের কোনও ছবিই দেখা যাচ্ছে না।সৃজা নাকি অর্জুনের যাবতীয় ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সরিয়ে ফেলেছেন। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন অর্জুন।কিন্তু সৃজার ইনস্টাগ্রামে তাঁর ছবি নেই কেন? এই প্রশ্নে অর্জুনের জবাব, ব্যক্তিগত কারণেই ইনস্টাগ্রাম থেকে ছবিগুলো মুছে ফেলেছেন সৃজা। আর এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। #tollywod #tollyupdate #tollywoodactress #arjunchokroborty #breakingnews #banglanews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow