South dinajpur : জেলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বন্ধ সমর্থনে অবরোধ শুরু করে
পূর্ব ঘোষণা অনুসারে সোমবার সকাল থেকে বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে বন্ধ সমর্থনে অবরোধ শুরু করে। এই দিন সকাল সারে ছয় টা থেকে বালুরঘাট শহরে হিলি মোড় এলাকায় বন্ধ সমর্থকরা বেরিয়ার দিয়ে রাস্তা আটকে জনজীবন স্তব্ধ করে দেয়। অবিলম্বে দণ্ডী কাণ্ডে সঙ্গে মূল অভিযুক্ত গ্রেপ্তার না করলে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
উল্লেখ্য চলতি মাসের ৭ তারিখে মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বিরুদ্ধে আদিবাসী মহিলাকে দন্ডী কাটিয়ে তৃণমূলে যোগদানের ঘটনা অভিযোগ ওঠে। এর পরবর্তী সময়ে বিষয়টি জনসমক্ষে আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাপক সরল পড়ে যায়। এরপর আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে সারা রাজ্য ব্যাপী ১২ ঘন্টার বাংলা বন্ধের ঘোষণা করা হয়। এই দিন বন্দ সমর্থকদের পক্ষ থেকে জানা যায় এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ভাবে তিনি যুক্ত আছেন তাকে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন গ্রেফতার করেনি। অবিলম্বে এই ঘটনার সঙ্গে যিনি যুক্ত আছেন তাকে গ্রেপ্তার না করলে খুব শীঘ্রই সারা ভারতবর্ষ ব্যাপী আন্দোলন এর হুসারই দেওয়া হয় এদিক সংগঠনের পক্ষ থেকে। #youtube #southdinajpur #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?