Tripura: জি-২০ বিজ্ঞান সম্মেলনে আসা ১২ জন বিজ্ঞানী পূজো দিলেন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের
৩রা এবং ৪ঠা এপ্রিল জি- ২০ বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে রবিবার ত্রিপুরায় আসলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা । মঙ্গলবার সকালে ১২ জন বিজ্ঞানী গোমতী ত্রিপুরা জেলা উদয়পুরে অবস্থিত সতীর ৫১ পীঠের মধ্যে এক অন্যতম পীঠস্থান ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন। তার সঙ্গে মায়ের মন্দিরের সঙ্গে থাকা শিব মন্দিরেও পুজো দেন প্রত্যেকে। পরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পাশে কল্যানসাগর দিঘিতে গিয়ে মাছ এবং কচ্ছপকেও খাবার দেন তারা । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান , জি- ২০ বিজ্ঞান সম্মেলনে যোগ দিতে তারা ত্রিপুরায় এসেছেন এবং তাদেরকে যেভাবে ত্রিপুরার মানুষ স্বাগত জানিয়েছেন তাতে তারা খুবই আপ্লুত । ত্রিপুরার জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর । সেই সাথে পর্যটন কেন্দ্রগুলি ও বিশেষ উল্লেখযোগ্য, ত্রিপুরা রাজ্য জুড়ে রয়েছে ছোট বড় পাহাড়ি অঞ্চল । তারা জানান, যেভাবে ভারতের অন্যান্য রাজ্যগুলিতে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা চিন্তার কারণ হয়ে দাড়াচ্ছে একই সাথে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে সমুদ্র থাকার কারণে বিভিন্ন সময় বহু জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে । এই সকল বিষয় নিয়ে জি-২০ বিজ্ঞান সম্মেলনে আলোচনা করা হয়েছে বলেই জানিয়েছেন তারা । ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে মঙ্গলবার সকালে ১২ জন বিজ্ঞানী পুজো দেওয়াকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। মায়ের মন্দিরে পুজো শেষ করে প্রত্যেকে চলে যান উদয়পুর রাজনগরের ভুবনেশ্বরী কালী মন্দিরে । সেখানেও তারা পুজোদেন এবং সবশেষে গোটা উদয়পুর রাজবাড়ী পরিদর্শন করলেন | #youtube #tripura #tripuranews @ubanglatvofficial
What's Your Reaction?