জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তীকে।

জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তীকে।

Jun 16, 2023 - 17:19
 0  3

কেরিয়ারের প্রথম দিকে কখনও পরিকল্পনা ছিল না পর্দার সামনে আসার। কলেজে পড়ার সময় থেকে তাঁর ধ্যানজ্ঞান ছিল নকশাল আন্দোলন, সেখান থেকে সেরা  অভিনেতা হিসেবে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার অভিনয়ের দক্ষতার গুনেই তিনি বলিউড থেকে টলিউডে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। আজ তার জন্মদিনে ইউ বাংলা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ১৯৭৬ সালে বাংলা ছবি 'মৃগয়া'-র হাত ধরে রুপোলি পর্দায় পা রাখলেন এক নতুন অভিনেতা। মৃণাল সেনের পরিচালনার সঙ্গে মিলল মিঠুনের অভিনয় দক্ষতা। এল সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার। এরপর হিন্দিতে 'দো অঞ্জানে' , 'ফুল খিলে হ্যায় গুলসন গুলসন'-এর মতো ছবিতে কাজ করেছেন মিঠুন, তবে মুখ্যভূমিকায় নয়। সহজ হয়নি কেরিয়ারের প্রথম দিকটা। মুখ্যচরিত্র না পেয়ে কার্যত হারিয়ে যেতে বসেছিলেন মিঠুন।  এরপরে, তাঁকে খ্যাতির আলোয় নিয়ে এল 'ডিস্কো ডান্সার'  ছবিটি। শুধু অভিনয় নয়, মিঠুন পরিচিত হলেন এক দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবেও। এরপর একাধিক ছবিতে নিজের অভিনয় ও নাচের দক্ষতার পরিচয় দিয়েছেন মিঠুন। একাধিক রোম্যান্টিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। বাংলা ও হিন্দি ছাড়াও অন্যান্য ভাষার ছবিতেও অভিনয় করেছেন মিঠুন।
ছোটপর্দাতেও ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় থেকেছেন । তবে পরিশেষে বলতেই হয়  বিতর্ক হোক বা রাজনীতি... অনুরাগীদের কাছে সেই সবকিছু ছাড়িয়ে মিঠুন চিরনবীন ডিস্কো ডান্সার । #mithunchakraborty #happybirthday #barthday  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow