চৈত্রের গাজন উৎসব

Apr 14, 2023 - 17:47
 0  5


আগামীকাল বাংলা নববর্ষের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নেবে সকল বাঙালি। আর এই নতুন বছরের আগে, চৈত্র মাস। এই চৈত্র মাসে আজও গাজন গানের মধ্য দিয়ে মেতে ওঠে গ্রাম বাংলা। তবে সেভাবে আর আগের মত গ্রামে গাজন উৎসব দেখা যায় না। তবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকায় আজও সেই রীতিতে চৈত্রের শেষে গাজন উৎসবের দেখা মেলে। তবে বাংলার লোকসংস্কৃতির মধ্যে গাজন উৎসব অন্যতম। আধুনিকতার যুগে সেই পুরানো প্রাচীন সংস্কৃতি এখন অবলুপ্তের পথে।
নাচ, গানে জমিয়ে দেন শিল্পীরা, বিভিন্ন সাজ পোশাকের মাধ্যমে মেতে ওঠেন তাঁরা।
চৈত্র সংক্রান্তির গাজন মূলত শিব ঠাকুর কে ঘিরেই, তাই চলতি ভাষায় গ্রাম বাংলার মানুষরা একে গাজন উৎসব বলে। চৈত্রের শুরু থেকেই চলে প্রস্তুতি। সাধারণত শিবকে নিয়েই বানানো হয় নানান ধরনের গান। তবে দক্ষিণ 24 পরগনার জয়নগর থানা এলাকার শাহজাদাপুরে এই টানা তিন দিন ধরে চলবে এই ধরনের গাজন গান। তবে দিনে দিনে সংখ্যাটা অনেক কমে আসছে, গ্রামের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষরাই মূলত গাজন গান কে কেন্দ্র করে শিবকে উপাসনা করেন। #youtube #south24pgs #south24pargananews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow