চোপড়ার সফর হঠাৎ বাতিল করলেন রাজ্যপাল বোস! শিলিগুড়ি থেকেই আবার ফিরে যাচ্ছেন দিল্লিতে

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। কথা ছিল, তার পরে বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Jul 2, 2024 - 13:47
 0  2
1 / 1

1.

চোপড়া যাবেন বলে সোমবারই তড়িঘড়ি চলে এসেছিলেন দিল্লি থেকে শিলিগুড়ি। কিন্তু মঙ্গলবার সকালে সেই শিলিগুড়ি থেকেই আবার দিল্লির উদ্দেশে রওনা হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নির্যাতিতদের সঙ্গে দেখা করতে গেলেন না চোপড়া। রাজভবনসূত্রে খবর, চোপড়া সফর হঠাৎই বাতিল করেছেন রাজ্যপাল।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়ির সার্কিট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল বোস। সেখানে রাজ্য সরকারের উদ্দেশে চোপড়ার ঘটনা নিয়ে কিছু আক্রমণাত্মক মন্তব্যও করেন। কথা ছিল, তার পরে বাগডোগরা হয়ে সড়কপথে চোপড়া পৌঁছবেন তিনি। সেই মতো চোপড়ায় মোতায়েন করা হয়েছিল পুলিশ এবং নিরাপত্তাবাহিনীও। কিন্তু দুপুর ১টা নাগাদ হঠাৎই জানা গেল রাজ্যপাল চোপড়ায় আসছেন না।

কেন রাজ্যপাল চোপড়ায় এলেন না, তার কারণ স্পষ্ট করেনি রাজভবন। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চোপড়ায় তৃণমূলের তরফে রাজ্যপালকে ঘেরাও করার একটি কর্মসূচি নেওয়া হচ্ছিল। সূত্রের খবর, মাসকয়েক আগে রাজ্যপাল চোপড়ায় এসেছিলেন সীমান্তরক্ষা বাহিনী বিএসএফের কাটা ড্রেনে পড়ে চার শিশুর মৃত্যুর খবর পেয়ে। তাঁদের পরিবারকে রাজভবনের তরফে এক লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু সেই অর্থ এখনও পর্যন্ত পায়নি মৃত শিশুদের পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow