চুল উঠে যাওয়ার সমস্যা থেকে এবার মুক্তি, তৈরি করুন এদের আর দেখুন ফলাফল
চুল উঠে যাওয়ার সমস্যা থেকে এবার মুক্তি, তৈরি করুন এদের আর দেখুন ফলাফল
শরীর এবং ত্বকের মতোই নিয়মিত ভাবে চুলেরও যত্নের প্রয়োজন আছে। আর এই যত্ন করতে গিয়েই আমরা নানা ধরনের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। যদিও বিশেষজ্ঞদের মতে চুলের ধরন বুঝে তবেই প্রোডাক্ট ব্যবহার করা উচিত। তবে জানেন কী? কুমড়োর বীজের তেল বা পামকিন সিড ওয়েল এই চুলের জন্য ঠিক কতটা উপকারী? বিউটি ওয়ার্ল্ডের বিশেষজ্ঞদের মতে, এই তেল নাকি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই তেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে কুমড়োর বীজ শুকিয়ে রোস্ট করে নিতে হবে। এরপর থেকে কোল্ড প্রেসড পদ্ধতিতে বীজের নির্যাস টুকু বের করে নিতে হবে। গবেষণার সময় ৭৬ জন পুরুষের উপর এই তেল দিয়ে পরীক্ষা করা হয়েছে। চুল ঝরার সমস্যার জন্য ২৪ সপ্তাহ জুড়ে এই তেল ব্যবহার করার ফলে তাদের চুলের বৃদ্ধি হয়েছে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তিন মাসে এতে চুলের বৃদ্ধিতে সাহায্য করেছে। এই তেলটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি প্রথমে একটি পাত্রে ২-৩ ফোঁটা পাম্পকিন সিড অয়েল নিন। সাথে ২ থেকে ৩ ফোঁটা পিপারমিন্ট অয়েল মেশান। প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে তারপর সেলফি লাগানো। ১৫-২০ মিনিট মাথায় মালিশ করুন। এবার শ্যাম্পু করে নিন। #hairproblemsolution @ubanglatvofficial
What's Your Reaction?