চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইলন মাস্ক
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে দেখা করেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। চিনের রাজধানী বেইজিংয়ে এ সাক্ষাৎকালে কিন গ্যাং মাস্ককে বলেছেন, চীন টেসলাসহ বিনিয়োগকারীদের জন্য ব্যবসার পরিবেশ উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নাভেদায় অবস্থিত টেসলার বৃহত্তম গিগাফ্যাক্টরি ভেঙে যাওয়ার পর এটি হবে তাদের দ্বিতীয় বৃহৎ কারখানা।ইলন মাস্ক বৈঠকে কিন গ্যাংকে বলেছেন, টেসলা চীনের পররাষ্ট্র নীতি অনুসারে দেশটিতে তার ব্যবসা সম্প্রসারণ করতে ইচ্ছুক। তবে ইলন মাস্ক চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সাথে দেখা করার সাথে সাথে টেসলার শেয়ারগুলি লাফিয়ে উঠেছে।বাজার খোলার সাথে সাথে, টেসলার শেয়ারগুলি প্রায় 5% লাফিয়ে বাড়েছে । #tesla #elonmusk #newstoday #chinanews @ubanglatvofficial
What's Your Reaction?