Tripura : চিটফান্ড মামলায় ত্রিপুরায় এলো সিবিআই

Apr 6, 2023 - 18:43
 0  7

চিটফান্ড মামলায় সিবিআই ত্রিপুরায় তদন্তে এসে রাতে পশ্চিম আগরতলা থানা থেকে নয়টি কম্পিউটারের সিপিইউ বাজেয়াপ্ত করেছেন। গত নয় দশবছর পূর্বে ত্রিপুরায় একাধিক চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে ত্রিপুরা সরকার মামলা গ্রহণ করেছিল। পরবর্তী সময়ে এই মামলাগুলির তদন্তের দায়িত্ব যায় সিবিআই এর হাতে। এমনই একটি চিট ফান্ড সংস্থা আয়কর। এই মামলাটিরও তদন্তের দায়িত্ব রয়েছে সিবিআই। আয়কর চিটফান্ড কোম্পানির এই মামলাটি ত্রিপুরায় প্রথম গ্রহণ হয়েছিল ২০১৩ সালে। তারপর ত্রিপুরা পুলিশ এর তদন্ত চালিয়েছে, বর্তমানে মামলাটির তদন্ত করছে সিবিআই। রাতে সিবিআই- এর এক আধিকারিক দেবেন্দ্র কুমার আরিয়া আগরতলা পশ্চিম থানায় এসে আয়কর মামলায় পুলিশ যে সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করেছিল তারমধ্য থেকে নয়টি কম্পিউটারের সিপিইউ সিজ করেছে। মামলাটির পরবর্তী ধাপে এই সামগ্রীগুলির প্রয়োজনেতা রয়েছে বলেই সিবিআই আধিকারিক সামগ্রিক ত্রিপুরা পুলিশ থেকে তাদের দখলে নিয়েছে। ধারণা করা হচ্ছে, আয়কর ছাড়াও আরো যে সকল চিটফান্ড কোম্পানির মামলা সিবিআই- এর হাতে রয়েছে, সেই সব মামলায় আরো এই ধরনের সামগ্রী সিবিআই আধিকারিকরা বাজেয়াপ্ত করতে পারে। ত্রিপুরায় মোট ৩৫ টি চিটফান্ড মামলার দায়িত্ব রয়েছে সিবিআইয়ের হাতে। #youtube #tripura #tripuranews  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow