চারটি হাত এক করল মালদা জাগরন সোসাইটি
২০২৩ এর ২৪ শে এপ্রিল রাত ১১ টার শুভলগ্নে এক - দুই করে অষ্টম তম বিয়ের আসর বসাল মালদা জাগরন ওয়েলফেয়ার সোসাইটি, মালদা শহরের একটি নামিদামি হোটেলে। গৌড় রোডের নরেন্দ্র পল্লীর বাসিন্দা পেশায় দিনমজুর সুশীল মন্ডলের কনিষ্ঠা কন্যা কৃষ্ণা মন্ডলের সঙ্গে বিয়ে ঠিক হয় ইংরেজবাজার ব্লকের হরেকৃষ্ণ কোঙার কলোনির পাত্র লিটন হালদারের সঙ্গে। সব ঠিকঠাক থাকলেও পারিবারিক অর্থনৈতিক অনটন ছিল। খবর যায় মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটি কাছে। সোসাইটির সদস্যরা একেবারে নিজ হাতে দায়িত্ব সামলিয়েছেন বাজার করা থেকে কন্যা বিদায় পর্ব পর্যন্ত। বরযাত্রীসহ ১৮০ জন অতিথি আপ্যায়নের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, মিক্সড ভেজ, বেগুনি, মাংস, মাছ, চাটনি, মিষ্টি দই। এই মহান সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে ধন্য মনে করেছেন শহরের অন্যতম হোটেল ব্যবসায়ী তথা সমাজকর্মী বিনোদ আগরওয়াল। শুভ অনুষ্ঠানে আশীর্বাদ করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু পরীক্ষক অজিত দাস, রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা, শিক্ষক আজিমুল ইসলাম, সমাজকর্মী মুন্না রায় ও ইতি দাস প্রমুখ। ২৫ এপ্রিল ২০২৩ শুভ বিবাহের আচার বিধি মেনে কন্যা বিদায়ের মাধ্যমে সমাপ্তি হয়। #youtube #youtubevideo #malda #maldanews @ubanglatvofficial
What's Your Reaction?