গ্রীষ্মকালীন তাপপ্রবাহে রক্ত সংকট সমস্যা হতে পারে, আশঙ্কা প্রকাশ স্বাস্থ্য আধিকারিকের

Apr 8, 2023 - 19:28
 0  7

ইতিমধ্যে রাজ্যে গ্রীষ্ম তার রূপ দেখাতে শুরু করেছে। দিনে দিনে যত তাপমাত্রা বাড়ছে, গরমের ঝাপটা মানুষকে ভীতসন্ত্রস্ত করে দিচ্ছে। তার উপর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে চলতি সপ্তাহ থেকেই কার্যত তাপপ্রবাহ শুরু হয়ে যাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। যত গরম বাড়বে মানুষের রোগে আক্রান্তের সংখ্যা তার সাথে দিনে দিনে বাড়বে এবং সেখানেই শুরু হয় রক্ত সংকট। একাধিক মুমূর্ষু তথা গুরুতর রোগে আক্রান্ত মানুষের রক্তের চাহিদা এই গ্রীষ্মকালেই সবথেকে বেশি দেখা যায়। কিন্তু চাহিদা থাকলেও বিশ্বের এই দাবদাহের মধ্যে রক্তের যোগান পাওয়া বেশ কঠিন। যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন বসিরহাটের সীমান্ত থেকে শুরু করে সুন্দরবনের ১০টি ব্লক ও তিন পৌরসভার প্রায় ৩৫ লক্ষ মানুষ। কারণ এই সমস্ত প্রান্তিক জায়গা গুলিতে তারা যদি কোন রকম রোগে আক্রান্ত হয় এবং সে ক্ষেত্রে যদি রক্তের যদি তাদের প্রয়োজন হয় তাহলে বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছেন তারা। এবং এই রক্তের অভাবের কথা একপ্রকার স্বীকার করেই নিলেন বসিরহাট স্বাস্থ্য জেলার ব্লাড ব্যাংক ইনচার্জ বিজয়া ভট্টাচার্য্য। তিনি বলেন, "একে গ্রীষ্মের প্রচন্ড তাপপ্রবাহ ও তার মধ্যে রমজান ও চৈত্র মাসের সন্ন্যাসী হওয়ার ফলে এমনিতেই রক্তদানের মাত্রা অন্য মাসের তুলনায় কম। যার জেরে কিছুটা হলেও রক্তের অভাব দেখা দিয়েছে। আমরা সমস্ত শ্রেণীর মানুষকে আহ্বান জানাবো যাতে সবাই রক্তদান সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং হাসপাতালে এসে স্বেচ্ছায় যেন রক্ত দান করে।" তাহলে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে মনে করছেন তিনি। যদিও গ্রীষ্মকালীন এই রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছেন বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন ও ছাত্র অর্কজ্যোতি হাজরা। তারা হাসপাতালে আগত রোগীর আত্মীয় থেকে শুরু করে পথ চলতি মানুষকে রক্তদান সম্পর্কে ওয়াকিফল করেছেন যাতে মানুষ আরো বেশি করে রক্ত দিতে উদ্যোগী হয়। #youtube #summer #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow