গোপালকৃষ্ণ গোখলের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য | U Bangla TV

May 9, 2023 - 18:21
 0  2

What Bengali thinks today, India thinks tomorrow অর্থাৎ বাঙালি আজ যা ভাবে,ভারত তা কাল ভাববে ।রাজনৈতিক পথপ্রদর্শক ও স্বাধীনতা আন্দোলনের অগ্রভাগে যে সকল ব্যক্তিত্বের নাম নিতে হয় তাদের মধ্যে গোপালকৃষ্ণ গোখলে অন্যতম । আজ গোপালকৃষ্ণ গোখলের জন্মবার্ষিকীতে ইউ বাংলা টিভির তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা শুধু তাই নয় গান্ধীজীর রাজনৈতিক গুরু ও পর্যদশক হিসেবে
গোপালকৃষ্ণ গোখলের নাম উঠে আসে। জাতীয় কংগ্রেসের প্রবীণ এক নেতা হলেও  তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন  সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। সমস্ত শুধুমাত্র ও স্বাধীনতার দাবিতে লড়াই করেছিল তা নয় , সমাজ সংস্কারমূলক কাজেই ও সমাজের অগ্রগতিতে তিনি আমৃত্যু কাজ করে গেছেন। ইংরেজদের রাজনৈতিক তত্ত্ব নিয়ে প্রথম ভাগে যারা প্রতিবাদ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন মানুষ ছিলেন গোপালকৃষ্ণ গোখলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow