গলা পর্যন্ত ঋণে ডুবে আমেরিকা! কী প্রভাব পড়তে পারে ভারতে
গলা পর্যন্ত ঋণে ডুবে আমেরিকা! কী প্রভাব পড়তে পারে ভারতে
এই মুহূর্তে দেশে-বিদেশে আমেরিকার সম্মিলিত ঋণের পরিমাণ ৩১.৪ লক্ষ কোটি ডলার। তাদের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। বাড়তি টাকা আসে ঋণ থেকেই। ভারতও আমেরিকার থেকে অনেক টাকা পায় , আমেরিকার এই অর্থ সংকট প্রভাব ফেলবে ভারতেও।বিশ্ব অর্থনীতির শীর্ষে আমেরিকা। ডলারের জোরে যারা সারা বিশ্বের উপর ছড়ি ঘোরায়। সেই দেশই দেউলিয়া হতে বসেছে! আমেরিকার অর্থের ভান্ডার ঠেকেছে তলানিতে।আমেরিকার অর্থনীতি যে সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়েছে, তার নেপথ্যে অন্যতম কারণ আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য না থাকা। যার ফলে পাহাড়প্রমাণ ঋণের বোঝা চেপেছে বাইডেন সরকারের ঘাড়ে।মূলত, কোভিড অতিমারি এবং তার পরবর্তী সময়ে দেশ সচল রাখতে আমেরিকার যে নীতি, তা-ই দেশটিকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে।আমেরিকা বরাবরই আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে। এই বাড়তি অর্থ আসে ঋণ থেকে। বিভিন্ন দেশ এবং বেসরকারি প্রতিষ্ঠানে আমেরিকার ঋণ রয়েছে। গত কয়েক বছরে সেই ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে হু হু করে। আমেরিকার এই অর্থনৈতিক দিক চিন্তা ধরাচ্ছে বিশ্বের বাকি দেশ গুলোর। #newstoday #current_affairs #newsvideo #financialcrisis #usa #india @ubanglatvofficial
What's Your Reaction?