Tripura : গরু পাচারের সঙ্গে জড়িত ত্রিপুরার একাংশ পুলিশ কর্মীরা জড়িত

Apr 20, 2023 - 14:52
 0  4

ত্রিপুরার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ধলাই ত্রিপুরা জেলা আমবাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। যাওয়ার সময় আসাম- আগরতলা রোডের ৪১ মাইল এলাকায় গরু পরিবহনকারী একটি গাড়ি আটক করেন তিনি। তাতে মন্ত্রী সুধাংশু দাস দেখতে পান অমানবিকভাবে ১২ টি গরু বেঁধে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সময়ে মন্ত্রী সুধাংশু দাস কাগজ দেখতে চাইলে গাড়িতে থাকা ড্রাইভার যে কাগজ দেখিয়েছে তাতে ১৩ টি গরুর উল্লেখ রয়েছে। এতে মন্ত্রীর সন্দেহ হয়। মন্ত্রী সুধাংশু দাস বলেন আরেকটি গরু তারা রাস্তা থেকে চুরি করে তুলে নিয়ে যাবে। এমন অভিযোগ বিস্তর রয়েছে। এইভাবেই দিনের পর দিন ত্রিপুরায় গরু চুরি ও পাচার হচ্ছে। মন্ত্রী সুধাংশু দাস এই ধরণের ঘটনায় একাংশ পুলিশ কর্মীর বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছেন। মন্ত্রী সুধাংশু দাস বলেন, একাংশ পুলিশ কর্মীরা এই গরু পাচারের সঙ্গে জড়িত রয়েছে । এই ব্যপারে ত্রিপুরার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হস্তক্ষেপ দাবি করেছেন। #youtube #tripura #tripuranews #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow