গরমে ব্রণর সমস্যা থেকে পান সহজেই মুক্তি |
গরমকালে আমাদের ত্বক সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়। রোদ, গরম, দূষণ, ঘাম, ধুলো, ধোঁয়ার ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সান ট্যান, সানবার্ন, ব়্যাশ, ফুসকুড়ি, লালচেভাব, এই সব সমস্যা তো লেগেই থাকে। তবে এর পাশাপাশি গরমের সময় ত্বকের সবথেকে বড় সমস্যা হল ব্রন। বিশেষ করে ত্বক যদি তৈলাক্ত হয়, তাহলে তো কোনও কথাই নেই। ব্রণর সমস্যায় আপনাকে গোটা গরমকালটা কাটাতে হয়, তবে ঘরোয়া কিছু উপায়ে আমরা সাময়িক এর থেকে মুক্তি পেতে পারি। যেমন মুলতানি মাটি এবং চন্দনের ফেস মাস্ক ব্রন এর সমস্যা সমাধান করতে পারে,কারন মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল, ময়লা এবং ঘাম দূর করে ও চন্দন ত্বক সতেজ রাখে। এছাড়াও হলুদ এবং মধু ফেস মাস্ক হিসেবে ব্যাবহার করা যেতে পারে কারন হলুদ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ও মধু ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। চালের গুঁড়ো এবং টমেটো ফেস মাস্ক ব্যবহারে ত্বকে ব্রন এর সমস্যা দূর করে কারন টমেটো ভিটামিন সি, এ এবং কে সমৃদ্ধ। পাশাপাশি এটি অম্লীয় প্রকৃতির। এই সব গুণই ত্বকের pH ভারসাম্য বজায় রাখে এবং ব্রণ হওয়া আটকায়। তাই বাজারে চলতি প্রডাক্ট ব্যবহার না করে ঘরোয়া উপায়ে ব্যাবহারে ব্রন দূর করা যেতেই পারে।
What's Your Reaction?