কিছু কাজ অসম্পূর্ণ, দিঘায় রথের চাকা গড়াবে পরের বছর থেকে, ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

এ বছর রথের চাকা গড়াবে না দিঘায়। পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে সৈকত শহরে। শুক্রবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এ কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Jul 5, 2024 - 15:50
 0  8
1 / 1

1.

এ বছর রথের চাকা গড়াদিঘায় জগন্নাথদেবের মন্দির নির্মাণের কাজ এখনও শেষ হয়নি। মূর্তির প্রাণপ্রতিষ্ঠা কবে, ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। তার মধ্যেই এ বছর থেকে দিঘায় জগন্নাথদেবের রথযাত্রা আয়োজিত হতে পারে বলে শোনা যাচ্ছিল। প্রশাসনিক সূত্রেও জানা গিয়েছিল, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি রথের কাঠামো তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে রথ-সড়ক তৈরির কাজ চলছিল। প্রশাসনিক সেই প্রস্তুতি দেখেই অনেকের মনে হয়েছিল, এ বছর থেকেই দিঘায় রথযাত্রা শুরু হয়ে যেতে পারে। কিন্তু শুক্রবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা লিখলেন, ‘‘দিঘায় রথযাত্রা পরের বছর থেকে পালিত হবে। কিছু কাজ এখনও শেষ হয়নি। পরের বছর থেকে রথযাত্রা শুরুর আগেই তা সম্পূর্ণ হওয়া জরুরি।’’বে না দিঘায়। পরের বছর থেকেই রথযাত্রা শুরু হবে সৈকত শহরে। শুক্রবার এ কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow