কলাক্ষেত্র উদ্বোধন অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রীর সফর | U Bangla TV

May 8, 2023 - 13:15
 0  8

বিহপুরিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়কের ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কমিটি নারায়ণপুর মাধবদেব বিশ্ববিদ্যালয় হলে সাতরা, নামঘর, মঠ-মন্দির, মসজিদ, চার্চ ইত্যাদির ব্যবস্থাপনা কমিটির একটি সভার আয়োজন করে। তাই নির্বাচনী এলাকার নাগরিকদের অধিকার রক্ষার ব্যবস্থা নিতে হবে। মহাপুরুষ মাধবদেবের জন্মস্থান প্রস্তাবিত মণিকাঞ্চন ক্ষেত্র পুনর্নির্মাণ করা হবে। সভায় সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়- আসাম দর্শন প্রকল্পের অধীনে কমপক্ষে 500টি ধর্মীয় প্রতিষ্ঠানকে কভার করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাবিত "মণিকাঞ্চন ক্ষেত্র", মহাপুরুষ মাধবদেবের দুটি বিভক্ত জন্মস্থানকে একত্রিত করা এবং মহাপুরুষ মাধবদেবের একটি অনন্য জন্মস্থান তৈরি করার জন্য তিনি স্বাগত জানিয়েছেন। 10 মে মাধবদেব কলাক্ষেত্র উদ্বোধন অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রীর ড: হেমন্ত বিশ্ব শর্মার এই সফর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow