কর্মসংস্থানের নতুন দিগন্ত যাত্রী সাথী অ্যাপ
র্মসংস্থানের নতুন পথ দেখাচ্ছে যাত্রী সাথী অ্যাপ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়িতেও শুরু হয়েছে এই অ্যাপের পরিসেবা।যার মধ্য দিয়ে খুব সহজেই গাড়ি বুক করতে পারবেন আপনিও।তবে সেটা সরকারি,ও পরিষেবা থাকছে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে।এই অ্যাপের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারছে চালকেরা।কেবলমাত্র চার চাকা গাড়ি নয় বাইক পরিষেবা দিয়েও আয় করা যাচ্ছে প্রচুর টাকা।মাত্র চার মাসের মধ্যে সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা করেছেন শিলিগুড়ির গাড়ি চালকেরা।জানা যায়,১০ই জুলাই চালু হওয়ার পর থেকে,অ্যাপটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।এখনো পর্যন্ত প্রায় ২৪,০০০ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং বাইক ও চার চাকা মিলিয়ে ৩৭,০০০টি রাইড সম্পূর্ণ হয়েছে৷আনুমানিক ৫,৯০০জন চালক অ্যাপটিতে রেজিস্ট্রেশন করিয়েছেন।
What's Your Reaction?