ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন ধ্বংসের পথে

May 1, 2023 - 18:46
 0  2

নেই সঠিক মজুরি, নেই কোন সরকারি পদক্ষেপ। শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প এখন ধ্বংসের পথে। এভাবে চলতে থাকলে কোনো তাঁতিকেই আর খুঁজে পাওয়া যাবে না, আক্ষেপ তাঁত শিল্পীদের। নদীয়ার শান্তিপুর এলাকার লক্ষ লক্ষ শ্রমিকের ভরসা ছিল তাঁত শিল্প। মূলত তাঁতের ওপর ভরসা করে চলতো সংসার। দিন দিন পরিস্থিতি খারাপ হওয়ার ফলে আজ হাতে গোনা কয়েকজন তাঁত বুনছেন। তাঁত শিল্পীরা মূলত সরকারের উদাসীনতাকেই দায়ী করছেন। বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার, যা তাঁত শিল্পের ধ্বংসের কারণ হিসাবেই দেখাচ্ছেন তারা। শান্তিপুরের তাঁত শিল্পী অশোক প্রামানিক প্রায় 35 বছর ধরে তাঁত বুনছেন। তিনি বলেন আগের মত রোজগার আর নেই।অন্যদিকে বাইরের রাজ্য থেকে যে সমস্ত নিত্যনতুন কাপড় আসছে সেই কাপড়ের কারণেই হস্ত চালিত তাঁত কাপড়ের চাহিদা অনেকটাই কমেছে। এখন তাঁত বুনে দিনে ৫০ টাকা আয় হয়। সেই কারণেই সংসার চালাতে কার্যত নাজেহাল হচ্ছে তাঁত শিল্পীরা। অন্যদিকে স্বজনপোষণের অভিযোগ তুলে তাঁতশিল্পীরা বলেন, তারা বহুদিন তাঁত শিল্পীর ভাতা পায়না। যারা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাদেরই বেছে বেছে এই সুবিধা গুলো দেওয়া হয়।
তবে এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এর আগেও একাধিকবার চেষ্টা করা হয়েছে তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। প্রতিটি রাজনৈতিক দলের এজেন্ডা, শিল্পকে বাঁচানো।
তবে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প আরও ভালো করে অগ্রাধিকার পায় নাকি পুরোপুরি ধ্বংস হয়ে যায় সেটাই এখন দেখার। #youtube #nodiya #newsupdate  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow