এশিয়ান হাইওয়েতে আহত এক লরি চালক
সিভিক ভলেন্টিয়ারের মারে হাত ভাঙলো লরি চালকের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ধূপগুড়িতে।সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ এশিয়ান হাইওয়ের ওপর ধূপগুড়ি চৌপথি মোড়ে ট্রাফিক ডিউটিতে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারের লাঠির ঘায়ে হাত ভাঙলো এক লরি চালকের। ঘটনার জেরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মানুষেরা। এমনকি ক্ষুব্ধ সাধারণ মানুষ দীর্ঘক্ষণের জন্য অবরোধ করে এশিয়ান হাইওয়ে। সেই সাথে ট্রাফিক কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগড়ে দেয় সাধারণ মানুষ। ঘটনার জেরে ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিত লামা ও ধূপগুড়ি আইসি সুজয় তুঙ্গার নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী পৌছায় ঘটনাস্থলে। ঘটনায় জখম লরি চালক পার্শ্ববর্তী রাজ্য আসামের গৌহাটি থেকে সে বিহারে যাচ্ছিল বলে জানায়। ঘটনায় প্রতক্ষদর্শীরা জানান ট্রাফিক সিগন্যাল লাল হওয়ার পরেও ঐ লরিচালক কিছুদূর এগিয়ে যান। সেই সময় তাকে থামাতে চালককে লাঠি দিয়ে আঘাত করেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। স্থানীয় মানুষের উদ্যোগে জখম লরি চালককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণের অবরোধ বিক্ষোভের পর যান চলাচল স্বাভাবিক হয়। #youtube #accidentnews #jalpaiguri #njp @ubanglatvofficial
What's Your Reaction?