Tripura : এবার সাইবার ক্রাইমের শিকার এক স্বাস্থ্যকর্মী
ছোট্ট পাহাড়ি ত্রিপুরা রাজ্যে দিন দিন বেড়ে চলছে সাইবার ক্রাইম।নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন। দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুমের এবার এক স্বাস্থ্যকর্মী শিকার হয়েছেন সাইবার ক্রাইমের। স্বাস্থ্যকর্মীর নাম তনুশ্রী নাথ, বাড়ী দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের কচুবাড়ী এলাকায়।হ্যাকাররা স্বাস্থ্যকর্মী তনশ্রী নাথের ব্যাঙ্ক একাউন্ট থেকে ৯০ হাজার ১ টাকা হাতিয়ে নেয় বলে দু'চোখে জল নিয়ে বলেন তিনি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম শাখা, এবং আর.বি.আই, পুলিশ ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ করার পরও স্বাস্থ্যকর্মী তনুশ্রী নাথ ফেরত পেলেন না এই বিশাল পরিমান অর্থ।টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম শাখা কোন ধরনের সহযোগিতা উনাকে করেননি বলে অভিযোগ করেন স্বাস্থ্যকর্মী তনুশ্রী নাথ। #youtube #tripura #tripuranews #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?