এবার ছবি পরিচালনায় ক্যাটরিনা! অভিনয় ছাড়ছেন?প্রকাশ্যে ছবির প্রথম ঝলক।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, বরফের মধ্যেই একেবারে অ্য়াকশন অবতারে ক্যাটরিনা। সাই ফাই ছবির কায়দায় এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ার। এই ভিডিওতেই জানা গিয়েছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত, এই ছবি নিয়ে বিস্তারিত জানাতে নারাজ ক্যাট। নতুন বছরে যে ক্যাটরিনা বড় চমক দিতে চলেছেন তা এই ঝলকেই প্রমাণ।
What's Your Reaction?