এক নক্ষত্রকে হারানোর দিন আজ! ঋষি কাপুরের প্রয়াণ দিবসে আজ শোকস্তব্ধ অনুরাগীরা

Apr 30, 2023 - 16:59
 0  14

ঋষি কাপুর ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা এবং প্রযোজক। একটা সময় তিনি 'চকোলেট হিরো' নামে পরিচিত ছিলেন। কাপুর পরিবারের ছেলে ঋষি তার সিনেমা জগতের ক্যারিয়ারে প্রায় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। তেমনি রয়েছে তার পুরস্কারের ঝুলি। ২০০৮ সালে ঋষি ফিল্ম ফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন। আজ তার প্রয়াণ দিবসে ইউ বাংলা টিভির পক্ষ থেকে রইল আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বলিউডে তার প্রথম আত্মপ্রকাশ ১৯৭০ সালে বাবা রাজ কাপুরের সিনেমা মেরা নাম জোকার দিয়ে। ১৯৭৩ সালে ববি চলচ্চিত্রের মাধ্যমে এই অভিনেতা প্রথম লিডিং চরিত্রে আত্মপ্রকাশ করেন। তার অন্যতম জনপ্রিয় সিনেমা গুলি হল ববি, অমর আকবর অ্যান্টনি, হাম কিসিসে কম নেহি, সারগাম, প্রেম রোগ, জামানা, সাগর, সিন্দুর, দো দনি চার, কাপুর অ্যান্ড সন্স, ১০২ নট আউট, মুলক, রাজমা চাউল, দ্যা বডি, শর্মাজি নামকিন। ২০১৮ সাল থেকেই অভিনেতা বোনম্যারো ক্যান্সারে ভুগছিলেন। এক বছরে চিকিৎসার পর তিনি ফিরে আসেন ভারতে। আবার ২০২০ সালের ২৯ এপ্রিল শ্বাসকষ্টের কারণে ঋষিকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে। পরের দিন অর্থাৎ ৩০শে এপ্রিল ২০২০ সালে বলিউডের এই নক্ষত্রের জীবনাবসান হয়। #youtube #rishikapoor #bollywood #actor  @ubanglatvofficial 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow