‘একের পর এক বেআইনি বাড়ি, বাংলাকে বদলে দিচ্ছে’, জমি জবরদখল নিয়ে ক্ষোভের বিস্ফোরণ মমতার

পরিষেবা না পেলে পুরসভার দরকার কী? প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

Jun 24, 2024 - 16:45
 0  1
1 / 1

1.

জমি জবরদখল নিয়ে দিন কয়েক ধরেই ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এবার পুরসভার চেয়ারম্য়ানদের নিয়ে বৈঠকে জমি দখল, পুর পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন তিনি। সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ প্রশ্ন, “পরিষেবা না পেলে পুরসভার দরকার কী? একের পর এক বেআইনি বাড়ি তৈরি হচ্ছে, বাংলার ছবি বদলে দিচ্ছে। জনপ্রতিনিধি থেকে পুলিশ-আমলা অনেকেই যুক্ত, সবার নাম প্রকাশ্যে বলে অপমান করতে চাই না।”

  • পুরসভাগুলোর জঘন্য পারফরম্যান্স। কেন তৈরি করা হয়েছিল, জানি না। সবাই বলে, আলাদা পুরসভা করে দিন, কী লাভ, যদি জনতা পরিষেবা না পায়। 

 

  • রথীন যখন ছিল, তখন হাওড়ার ১২টা বাজিয়ে দিয়ে গিয়েছে। অ্যাম্বুল্যান্স ঢোকার জায়গা নেই। প্ল্যান পাস করতে গেলে হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা তো এটা অনলাইন করে দিয়েছি, তার পরেও… 

 

  • হাওড়ায় জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিস্কার হয় না। রাস্তায় ময়লা চলে আসে। 

 

  • নিজেরা ইচ্ছেমতো টেন্ডার করছেন, সেখান থেকে নিজেরা টাকা খাচ্ছেন। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না। নিশ্চয়ই দিয়েটিয়ে খাচ্ছেন। একটা গ্যাং তৈরি হয়ে গিয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow