ইদ মানে মিলন মেলা
ইদ মানে মিলন মেলা। সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানও। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়ার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ ইদের আনন্দে মেতে ওঠার জন্য প্রস্তুত। ইদগাহ ময়দানকে সাজিয়ে তোলার কাজও প্রায় শেষ পর্বে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শনিবারই ইদের নমাজ আদায় হবে। স্থানীয় আঞ্জুমান সমিতির উদ্যোগে ও সুলকাপাড়া মুসলিম সমাজ উন্নয়ন কমিটির সহযোগিতায় ডুয়ার্সের অন্যতম বৃহত ওই নমাজ আদায়ের আসরটি বসবে।
জানা গেছে,গরমের কথা চিন্তা করে ইদগাহ ময়দানে টাঙানো হচ্ছে বিশাল সামিয়ানা। এলাকার ৮ টি মসজিদের অন্তত ১০ হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ এখানে খুশির ইদের নমাজ আদায়ে জড়ো হবেন। একটা সময় ভুটান থেকেও অনেকে সুলকাপাড়ায় ইদের নমাজে অংশ নিতে আসতেন। সুলকাপাড়া মুসলিম সমাজ উন্নয়ন কমিটি সূত্রে জানা গেছে, এলাকার বেশিরভাগ মানুষই দুঃস্থ। তবুও প্রত্যেকের সহযোগিতায় ফি বছরের মতো এবারও সম্প্রীতির ইদ পালিত হবে। নানা জাতি ও ধর্মের মানুষকেও ইদের আনন্দে সামিল হওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। এটাই ডুয়ার্সের ঐতিহ্য। #youtube #jalpaiguri #njp #newsupdate @ubanglatvofficial
What's Your Reaction?